পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[  ]

একার পূর্ব্ববর্ণে যুক্ত হয়। যথা, মহা-ইন্দ্রঃ, মহেন্দ্রঃ; মহা-ঈশ্বরঃ, মহেশ্বরঃ।

 ২৪। যদি অকারের পর উ কিম্বা ঊ থাকে, তাহা হইলে অকারের সহিত মিলিয়া ও হয়; ওকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, নীল-উৎপলম্‌, নীলোৎপলম্; সূর্য্য-উদয়ঃ, সূর্য্যোদয়ঃ; এক-ঊনবিংশতিঃ, একোনবিংশতিঃ।

 ২৫। যদি আকারের পর উ কিম্বা ঊ থাকে, তাহা হইলে আকারের সহিত মিলিয়া ও হয়; ওকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়। যথা, গঙ্গ।—উদকম্, গঙ্গোদকম্; মহা-উর্ম্মিঃ, মহোর্ম্মিঃ।

 ২৬। যদি অকার কিম্বা আকারের পর ঋ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত মিলিয়া অর্‌ হয়; অ পুর্ব্ব বর্ণে যুক্ত হয়; র পর বর্ণের মস্তকে যায়। যথা, দেব-ঋষিঃ, দেবর্ষি; হিম-ঋতুঃ, হিমর্ত্তু:; মহা-ঋষি, মহর্ষিঃ।

 ২৭। যদি অকার কিম্বা আকারের পর এ কিম্বা ঐ থাকে, তাহা হইলে অকার ও আকারের সহিত ঐ হয়; ঐকার পূর্ব্ব বর্ণে যুক্ত হয়।