পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১২ ]

হইলে ত স্থানে জ হয়। যথা, উৎ-চারণম্, উচ্চারণম্; সৎ-চিদানন্দঃ, সচ্চিদানন্দঃ; সৎ-জনঃ, সজ্জনঃ; তৎ-জন্যম্, তজ্জন্যম্।

 ৩৫। যদি ল পরে থাকে, তাহা হইলে ত এবং ন স্থানে ল হয়। যথা, এতৎ-লিখিতম্, এতল্লিখিতম্‌; বলবান্‌-লোকঃ, বলবাল্লোকঃ।

 ৩৬। যদি হল্‌ বর্ণ পরে থাকে, তাহ হইলে পদের অন্তস্থিত ম্‌ অনুস্বার হয়। যথা, বনম্‌-গচ্ছ, বনংগচ্ছ; ধনম্‌-গৃহাণ, ধনংগৃহাণ।

 ৩৭। যদি স্বরবর্ণ পরে থাকে, তাহা হইলে পদের অন্তে স্থিত নকারের দ্বিত্ব হয়। যথা, হসন্‌-আগতঃ, হসন্নাগতঃ; পশ্যন-এতি, পশ্যন্নেতি। কিন্তু যদি ঐ ন্‌ দীর্ঘ স্বরের পর থাকে, তাহা হইলে দ্বিত্ব হয় না। যথা, মহান্‌-আগ্রহঃ, মহানাগ্রহঃ; গুৰূন্‌-অৰ্চ্চয়, গুৰূনৰ্চ্চয়।

 ৩৮। যদি স্বরবর্ণের পর ছ থাকে, তাহ হইলে ওই ছ চ্ছ হয়। যথা, গৃহ-ছিদ্রম্‌, গৃহচ্ছিদ্রম্; বৃক্ষ-ছায়া, বৃক্ষচ্ছায়া।

 ৩৯। যদি তকারের পর তালব্য শ থাকে,