পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৫ ]

 ৪৮। যদি অকার ভিন্ন স্বর বর্ণ পরে থাকে, তাহা হইলে অকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। লোপের পর আর সন্ধি হয় না। যথা, ঘটঃ-ইব, ঘটইব; গজঃ-এষঃ, গজএষঃ।

 ৪৯। যদি স্বর বর্ণ ও হব্‌ পরে থাকে, তাহা হইলে আকারের পরস্থিত বিসর্গের লোপ হয়। যথা, দ্বিজাঃ-আগতাঃ, দ্বিজা আগতাঃ; দ্বিজাঃ-গতাঃ, দ্বিজা গতাঃ।

 ৫০। যদি অকার ভিন্ন স্বর ও হল্‌ বর্ণ পরে থাকে, তাহা হইলে সঃ এষঃ এই দুয়ের বিসর্গের লোপ হয়। যথা সঃ-আগতঃ, স আগতঃ; এষঃ-মানুষঃ, এষ মানুষঃ।

 ৫১। যদি স্বর বর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইলে ভোঃ এই পদের বিসর্গের লোপ হয়। যথা, ভোঃ-ঈশান, ভো ঈশান; ভোঃ-ব্রাহ্মণ, ভো ব্রাহ্মণ; ভোঃ-মিত্র, ভো মিত্র।

 ৫২। যদি স্বর বর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইকে ই ঈ উ ঊ এ ঐ ও ঔ এই কয়েক বর্ণের পরস্থিত বিসর্গ স্থানে র হয়; র পর বর্ণে যুক্ত হয়। যথা, গতি-ইয়ম্‌, গতিরিয়ম্‌;