পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[ ১৬ ]

শ্রীঃ-এষা, শ্রীরেষা; পিতুঃ-বাক্যম্, পিতুৰ্বাক্যম্; বধুঃ-ইয়ম্‌, বধুরিয়ম্; কবেঃ-বাণী, কবের্ব্বাণীঃ; পরৈঃ-বিবাদ, পরৈর্ব্বিবাদঃ; প্রভোঃ-আজ্ঞা, প্রভোরাজ্ঞা; গৌঃ-অয়ম্‌, গৌরয়ম্‌।

 ৫৩। যদি স্বরবর্ণ অথবা হব্‌ পরে থাকে, তাহা হইলে প্রাতঃ ভ্রাতঃ মাতঃ পিতঃ ইত্যাদি কতকগুলির বিসর্গস্থানের হয়। যথা, প্রাতঃ–এব, প্রাতরেব; ভ্রাতঃ-আগচ্ছ, ভ্রাতরাগচ্ছ; মাতঃ-দেহি, মাতর্দেহি; পিতঃ-গৃহাণ, পিতর্গৃহাণ।