পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ২০ ]

পতিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পতিঃ পতী পতয়ঃ
দ্বিতীয়া পতিম্ পতী পতীন্‌
তৃতীয়া পত্যা পতিভ্যাম্ পতিভিঃ
চতুর্থী পত্যে পতিভ্যাম্ পতিভ্যঃ
পঞ্চমী পত্যুঃ পতিভ্যাম্ পতিভ্যঃ
ষষ্ঠী পত্যুঃ পত্যোঃ পতীনাম্‌
সপ্তমী পত্যৌ পত্যোঃ পতিষু
সম্বোধন পতে পতী পতয়ঃ

ঈকারান্ত—সুধীশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সুধীঃ সুধিয়ৌ সুধিয়ঃ
দ্বিতীয়া সুধিয়ম্‌ সুধিয়ৌ সুধিয়ঃ
তৃতীয়া সুধিয়া সুধীভ্যাম্ সুধীভিঃ
চতুর্থী সুধিয়ে সুধীভ্যাম্ সুধীভ্যঃ
পঞ্চমী সুধিয়ঃ সুধীভ্যাম্ সুধীভ্যঃ
ষষ্ঠী সুধিয়ঃ সুধিয়োঃ সুধিয়াম্‌
সপ্তমী: সুধিয়ি সুধিয়োঃ সুধীষু

 অনেক পুংলিঙ্গ ঈকারান্ত শব্দ সুধী শব্দের ন্যায়।