পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৩৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ২২ ]

 পিতৃ ভ্রাতৃ জামাতৃ প্রভৃতি কয়েকটি ভিন্ন সমুদায় ঋকারান্ত পুংলিঙ্গ শব্দ দাতৃ শব্দের ন্যায়।

পিতৃশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পিতা পিতরৌ পিতরঃ
দ্বিতীয়া পিতরম্ পিতরৌ
সম্বোধন পিতঃ পিতরৌ পিতরঃ

এতৎ ভিন্ন সকল বিভক্তিতেই দাতৃ শব্দের ন্যায়।

 ভ্রাতৃ ও জামাতৃ শব্দ অবিকল পিতৃশব্দের ন্যায়।

ওকারান্ত—গোশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা গৌঃ গাবৌ গাবঃ
দ্বিতীয়া গাম্ গাবৌ গাঃ
তৃতীয়া গবা গোভ্যাম্ গোভিঃ
চতুর্থী গবে গোভ্যাম্ গোভ্যঃ
পঞ্চমী গোঃ গোভ্যাম্ গোভ্যঃ
ষষ্ঠী গোঃ গবোঃ গবাম্
সপ্তমী গবি গবোঃ গোষু

 সমুদায় পুংলিঙ্গ ওকারান্ত শব্দ এই রূপ।