পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ২৬ ]

ঊকারান্ত—বধূশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বধূঃ বধ্বৌ বধ্বঃ
দ্বিতীয়া বধূম্ বধ্বৌ বধূঃ
তৃতীয়া বধ্বা বধূভ্যাম্ বধূভিঃ
চতুর্থী বধ্বৈ বধূভ্যাম্ বধূভ্যঃ
পঞ্চমী বধ্বাঃ বধূভ্যাম্ বধূভ্যঃ
ষষ্ঠী বধ্বাঃ বধ্বোঃ বধূনাম্
সপ্তমী বধ্বাম্ বধ্বোঃ বধূষু
সম্বোধন বধু

ভ্রূশব্দ

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা ভ্রূঃ ভ্রুবৌ ভ্রুবঃ
দ্বিতীয়া ভ্রূবম্ ভ্রুবৌ ভ্রুবঃ
তৃতীয়া ভ্রুবা ভ্রূভ্যাম ভ্রূভিঃ
চতুর্থী ভ্রুবে ভ্রূভ্যাম ভ্রূভ্যঃ
পঞ্চমী ভ্রুবঃ ভ্রূভ্যাম ভ্রূভ্যঃ
ষষ্ঠী ভ্রুবঃ ভ্রুবোঃ ভ্রুবাম্
সপ্তমী ভ্রুবি ভ্রুবোঃ ভ্রূষু

 দীর্ঘ ঊকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে কতকগুলি বধ শব্দের মত কতকগুলি ভ্রূ শব্দের ন্যায়।