পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ২৮ ]

ক্লীবলিঙ্গ।

অকারান্ত—ফলশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা ফলম্ ফলে ফলানি
দ্বিতীয়া ফলম্ ফলে নদীঃ
সম্বোধন ফল

 আর আর বিভক্তিতে পুংলিঙ্গ অকারান্ত শব্দের তুল্য। প্রায় সমুদায় অকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এই রূপ।


ইকারান্ত—বারিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা বারি বারিণী বারীণি
দ্বিতীয়া বারি বারিণী বারীণি
তৃতীয়া বারিণা বারিভ্যাম্ বারিভিঃ
চতুর্থী বারিণে বারিভ্যাম্ বারিভ্যঃ
পঞ্চমী বারিণঃ বারিভ্যাম্ বারিভ্যঃ
ষষ্ঠী বারিণঃ বারিণোঃ বারীণাম্
সপ্তমী বারিণি বারিণোঃ বারিষু

 দধি প্রভৃতি কয়েক শব্দ ভিন্ন প্রায় সমুদায় হ্রস্ব ইকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এইরূপ।