পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ২৯ ]

দধিশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা দধি দধিনী দধীনি
দ্বিতীয়া দধি দধিনী দধীনি
তৃতীয়া দধ্না দধিভ্যাম্ দধিভিঃ
চতুর্থী দধ্নে দধিভ্যাম্ দধিভ্যঃ
পঞ্চমী দধ্নঃ দধিভ্যাম্ দধিভ্যঃ
ষষ্ঠী দধ্নঃ দধ্নোঃ দধ্নাম্
সপ্তমী দধ্নি, দধনি দধ্নোঃ দধিষু

 অক্ষি অস্থি ও সক্‌থি শব্দ অবিকল এই রূপ।

উকারান্ত—মধুশব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা মধু মধুনী মধূনি
দ্বিতীয়া মধু মধুনী মধূনি
তৃতীয়া মধুনা মধুভ্যাম্ মধুভিঃ
চতুর্থী মধুনে মধুভ্যাম্ মধুভ্যঃ
পঞ্চমী মধুনঃ মধুভ্যাম্ মধুভ্যঃ
ষষ্ঠী মধুনঃ মধুনোঃ মধুনাম্
সপ্তমী মধুনি মধুনোঃ মধুষু

 প্রায় সমুদায় হ্রস্ব উকারান্ত ক্লীবলিঙ্গ শব্দের এইরূপ।