পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৪৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
[৩৩]
তৃতীয়া যজ্বনা যজ্বভ্যাম্‌ যজ্বভিঃ
চতুর্থী যজ্বনে যজ্বভ্যাম্‌ যজ্বভ্যঃ
পঞ্চমী যজ্বনঃ যজ্বভ্যাম্‌ যজ্বভ্যঃ
ষষ্ঠী যজ্বনঃ যজ্বনোঃ যজ্বনাম্‌
সপ্তমী যজ্বনি যজ্বনোঃ যজ্বসু
সম্বোধন যজ্বন্‌

 যত নকারান্ত শব্দের নকারের পূর্ব্বে ম এবং ব সংযুক্ত বর্ণ থাকে প্রায় সেই সমুদায় শব্দ যজ্বন্‌ শব্দের ন্যায়।

যুবন্‌ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা যুবা যুবানৌ যুবানঃ
দ্বিতীয়া যুবানম্‌ যুবানৌ যূনঃ
তৃতীয়া যূনা যুবভ্যাম্‌ যুবভিঃ
চতুর্থী যূনে যুবভ্যাম্‌ যুবভ্যঃ
পঞ্চমী যূনঃ যুবভ্যাম্‌ যুবভ্যঃ
ষষ্ঠী যূনঃ যূনোঃ যূনাম্‌
সপ্তমী যূনি যূনোঃ যুবসু
সম্বোধন যুবন্‌