পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ৩৮ ]

চতুর্থী বাচে বাগ্ভ্যাম্ বাগ্ভ্যঃ
পঞ্চমী বাচঃ বাগ্ভ্যাম্ বাগ্ভ্যঃ
ষষ্ঠী বাচঃ বাচোঃ বাচাম্
সপ্তমী বাচি বাচোঃ বাক্ষু

 অন্য অন্য শব্দের সহিত যোগ করিলে বাচ্ শব্দ পুংলিঙ্গও হয়। তখনও এইরূপ।


দকারান্ত—আপদ্ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা আপৎ আপদৌ আপদঃ
দ্বিতীয়া আপদম্ আপদৌ আপদঃ
তৃতীয়া আপদা আপদ্ভ্যাম্ আপদ্ভিঃ
চতুর্থী আপদে আপদ্ভ্যাম্ আপদ্ভ্যঃ
পঞ্চমী আপদঃ আপদ্ভ্যাম্ আপদ্ভ্যঃ
ষষ্ঠী আপদঃ আপদোঃ আপদাম
সপ্তমী আপদি আপদোঃ আপৎসু

 অন্য অন্য শব্দের সহিত যোগ করিলে আপদ্ শব্দ পুংলিঙ্গও হয়। তখনও এইরূপ। প্রায় সমুদায় পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ দকারান্ত শব্দ আপদ্ শব্দের ন্যায়।