পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫৭

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[৪২]

তৃতীয়া ধনুষা ধনুর্ভ্যাম্ ধনুর্ভিঃ
চতুর্থী ধনুষে ধনুর্ভ্যাম্ ধনুর্ভ্যঃ
পঞ্চমী ধনুষঃ ধনুর্ভ্যাম্ ধনুর্ভ্যঃ
ষষ্ঠী ধনুষঃ ধনুষোঃ ধনুষাম্
সপ্তমী ধনুষি ধনুষোঃ ধনুঃষু

সর্ব্বনাম।

সর্ব্বশব্দ।

পুংলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সর্ব্বঃ সর্ব্বৌ সর্ব্বে
দ্বিতীয়া সর্ব্বম্ সর্ব্বৌ সর্ব্বান্
তৃতীয়া সর্ব্বেণ সর্ব্বাভ্যাম্ সর্ব্বৈঃ
চতুর্থী সর্ব্বস্মৈ সর্ব্বাভ্যাম্ সর্ব্বেভ্যঃ
পঞ্চমী সর্ব্বম্মাৎ সর্ব্বাভ্যাম্ সর্ব্বেভ্যঃ
ষষ্ঠী সর্ব্বস্য সর্ব্বয়োঃ সর্ব্বষাম্
সপ্তমী সর্ব্বস্মিন্ সর্ব্বয়োঃ সর্ব্বেষু