পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫৮

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[৪৩]

ক্লীবলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সর্ব্বম্ সর্ব্বে সর্ব্বাণি
দ্বিতীয়া সর্ব্বম্ সর্ব্বে সর্ব্বাণি

 আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত।

স্ত্রীলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সর্ব্বা সর্ব্বে সর্ব্বাঃ
দ্বিতীয়া সর্ব্বাম্ সর্ব্বে সর্ব্বাঃ
তৃতীয়া সর্ব্বয়া সর্ব্বাভ্যাম্ সর্ব্বাভিঃ
চতুর্থী সর্ব্বসৈ সর্ব্বাভ্যাম্ সর্ব্বাভ্যঃ
পঞ্চমী সর্ব্বস্যাঃ সর্ব্বাভ্যাম্ সর্ব্বাভ্যঃ
ষষ্ঠী সর্ব্বস্যাঃ সর্ব্বয়োঃ সর্ব্বাসাম্
সপ্তমী সর্ব্বস্যাম্ সর্ব্বয়োঃ সর্ব্বাসু

 অন্য শব্দ ঠিক্ সর্ব্ব শব্দের মত কেবল ক্লীবলিঙ্গে প্রথমা ও দ্বিতীয়ার একবচনে অন্যৎ এই পদ হয়।

পূর্ব্ব শব্দ।

পুংলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পূর্বঃ পূর্বৌ পূর্বে, পূর্বাঃ
দ্বিতীয়া পূর্বম্ পূর্বৌ পূর্বান্
তৃতীয়া পূর্বেণ পূর্বাভ্যাম্ পূর্বৈঃ