পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৫৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[ ৪৪ ]

চতুর্থী পূর্বস্মৈ পূর্বাভ্যাম্ পূর্বেভ্যঃ
পঞ্চমী পূর্বস্মাৎ, পূর্বাৎ পূর্বাভ্যাম্ পূর্বেভ্যঃ
ষষ্ঠী পূর্বস্য পূর্বয়োঃ পূর্বেষাম্
সপ্তমী পূর্বস্মিন্, পূর্বে পূর্বয়োঃ পূর্বেষু

ক্লীবলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা পূর্বম্ পূর্বে পূর্বাণি
দ্বিতীয়া পূর্বম্ পূর্বে পূর্বাণি

 আর আর বিভক্তিতে পুংলিঙ্গের মত। স্ত্রীলিঙ্গে ঠিক্ সর্ব্ব শব্দের ন্যায় কোন ভেদ নাই। পর, অপর, দক্ষিণ, উত্তর প্রভৃতি কতকগুলি শব্দ পুর্ব্বশব্দের তুল্য।

অস্মদ্ শব্দ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা অহম্ আবাম্ বয়ম্
দ্বিতীয়া মাম্, মা আবাম্, নৌ অম্মান্, নঃ
তৃতীয়া ময়া আবাভ্যাম্ অস্মাভিঃ
চতুর্থী মহ্যম্, মে আবাভ্যাম্, নৌ অস্মভ্যম্, নঃ
পঞ্চমী মৎ আবাভ্যাম্ অস্মভ্যম্
ষষ্ঠী মম, মে আবয়োঃ, নৌ অস্মাকম্, নঃ
সপ্তমী ময়ি আবয়োঃ অস্মাসু

 তিন লিঙ্গেই সমান কোন ভেদ নাই।