পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৬৫

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[৫০]

স্ত্রীলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা সা তে তাঃ
দ্বিতীয়া তাম্ তে তাঃ
তৃতীয়া তয়া তাভ্যাম্ তাভিঃ
চতুর্থী তস্যৈ তাভ্যাম্ তাভ্যঃ
পঞ্চমী তস্যাঃ তাভ্যাম্ তাভ্যঃ
ষষ্ঠী তস্যাঃ তয়োঃ তাসাম্
সপ্তমী তস্যাম্ তয়োঃ তাসু

 এতদ্ শব্দ অবিকল তদ্ শব্দের ন্যায় কেবল একার মাত্র অধিক। আর পুংলিঙ্গে ও স্ত্রীলিঙ্গে প্রথমার একবচনে মূর্দ্ধন্য ষ হইবেক। যথা; এষঃ এষা।

অদস্ শব্দ।

পুংলিঙ্গ।

একবচন দ্বিবচন বহুবচন
প্রথমা অসৌ অমূ অমী
দ্বিতীয়া অমুম্ অমূ অমূন্
তৃতীয়া অমুনা অমূভ্যাম্ অমীভিঃ