পাতা:সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা.djvu/৭১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

[৫৬]

কারক।

 কারক ছয় প্রকার কর্ত্তা, কর্ম্ম,করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ।

কর্ত্তা।

 যে করে সে কর্ত্তা; কর্ত্তায় প্রথমা বিভক্তি হয়। যথা, দেবদত্তো গচ্ছতি, দেবদত্ত গমন করিতেছে। বালকো রোদিতি, বালক রোদন করিতেছে। মৃগো ধাবতি, মৃগ দৌড়িতেছে; মৃগৌ ধাবতঃ, দুই মৃগ দৌড়িতেছে; মৃগা ধাবন্তি, অনেক মৃগ দৌড়িতেছে।

কর্ম্ম।

 যাহা করা যায়, যাহা দেখা যায়, যাহা খাওয়া যায়, যাহা পান করা যায়, দান করা যায়, স্পর্শ করা যায় ইত্যাদিকে কর্ম্মকারক বলে। কর্ম্ম কারকে দ্বিতীয়া বিভক্তি হয়। যথা, পাকং করোতি, পাক করিতেছে। পূজাং করোতি, পুজা করিতেছে। চন্দ্রং পশ্যতি, চন্দ্র দেখি-