এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৮০ ]
প্রথম | বভূব | বভূবতুঃ | বভূবুঃ |
মধ্যম | বভূবিথ | বভূবথুঃ | বভূব |
উত্তম | বভূব | বভূবিব | বভূবিম |
ভবিষ্যৎ কাল।
প্রথম | ভবিষ্যতি | ভবিষ্যতঃ | ভবিষ্যন্তি |
মধ্যম | ভবিষ্যসি | ভবিষ্যথঃ | ভবিষ্যথ |
উত্তম | ভবিষ্যামি | ভবিষ্যাবঃ | ভবিষ্যামঃ |
সকর্ম্মক ক্রিয়া।
যে ক্রিয়ার সহিত কর্ম্ম পদ থাকে তাহাকে সকর্ম্মক অর্থাৎ কর্ম্মযুক্ত ক্রিয়া কহে। গুরুঃ শিষ্যম্ উপদিশতি, গুরু শিষ্যকে উপদেশ দিতেছেন। রামঃ রাবণং জঘান, রাম রাবণ বধ করিয়া ছিলেন।
অকর্ম্মক ক্রিয়া।
যে সকল ক্রিয়ার কর্ম্মপদ আবশ্যক করে না তাহাকে অকর্ম্মক অর্থাৎ কর্ম্মশূন্য ক্রিয়া কহে। যথা অহং তিষ্ঠামি, আমি আছি। শিশুঃ শেতে, শিশু শুইয়া আছে। অশ্বো ধাবতি, অশ্ব দৌড়িতেছে। নদী বর্দ্ধতে, নদী বাড়িতেছে।