এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কলঙ্ক ভঞ্জন । ఫిలి কৃষ্ণ। প্রিয়ে এতে উতল হচ্চে৷ কেন, তুমি কি সকল কথা ভুলে গেলে-আয়ান কি আমাদের এ প্রেমের তত্ব জানে না— রাধিক । নাথ, জানলে কি হবে, অসহ্য লোক গঞ্ছনায় রাগত হয়ে যদি সে তোমায় কটু কথা বলে—আমাকে জন সমাজে কলঙ্কিনী বলে পরিগণিত করে—তা হলে কি হবে— কৃষ্ণ । প্রিয়ে ভয় কি, যদি আয়ান এস্থানে উপস্থিত হয় ভা হলে যোগ বলে আমি এখনি কালী মূৰ্ত্তি ধারণ করবে। রাধিক । ঐ দেখ নাথ ! আমি যা ভেবেচি তাই হয়েচে—আয়ান কুটীলের সঙ্গে এই দিকে আস্ছে— ( কৃষ্ণ কালী মূৰ্ত্তি ধারণ, রাধিক জব ও বিলদলে চরণ পূজা। (সখিগণ করযোড়ে দণ্ডায়মানা । ) (রাধিকা ও সখিগণ । ) ধ্যান । রাগিণী—বেহাগ । গীত। অনাদি অনন্ত ব্ৰহ্মাও রূপিণী। দীন দুৰ্গতি নাশিনী বিঘ্ন বিনাশিনী।