Հb কলঙ্ক ভঞ্জন । (নন্দ, উপানন্দ, শ্ৰীদাম, সুবল ও বলরামের প্রবেশ । ) নন্দ। ভাই উপানন্দ, এযে সৰ্ব্বনাশ উপস্থিত দেখছি— এখন উপায়—কিরূপে গোপালের প্রাণ রক্ষণ হবে— গুহ। প্রাণ যে আমার অত্যন্ত অস্থির হচ্চে— উপমেন্দ। দাদা ভয় কি, চিকিৎসা করলেই গোপাল আরোগ্য হবে—চলুন, যাতে শীঘ্ৰ বৈদ্যকে আনা হয় তার চেষ্টা দেখা যাক গে। { নন্দ ও উপনিন্দের প্রস্থান ) বলরাম। ভাই এমন হলে কেন—দাদ ওঠ—চল ভাই একত্রে গোচরণে যাই--তোমার এ দশ যে আর দেখতে পারিনে ভাই । শ্রীদম । দাদা তোমায় ছেড়ে কি করে জীবন ধারণ করবো, কার সঙ্গে তার বন ভ্রমণে যাবে।--ভাই যদি কোন অপরাধ করে থাকি মজ্জন কর—একটী কথা কও, ওহ! এ যাতনা যে আর সহ্য হয় না— (যটলা ও কুটীলার প্রবেশ । ) ঘটীল । (যশোদার প্রতি) ই গোপালের কি হয়েছেগ ? আমরা শুনে তাড়াতাড়ি আসচি—এই যে বাছার মুগ্ধ খানি একেবারে নীল মেড়ে দেছে—( অঙ্গ স্পর্শ করিয়া-স্বগত)
পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।