এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কলঙ্ক-ভঞ্জন প্রথম অঙ্ক । নিকুঞ্জ কানন। (রাধিক ও বৃন্দা উপস্থিত। রাধিক । (স্নান মুখে) সখি, কি হবে--লোক লাঞ্ছন। গুক জন গঞ্জনা যে আর সহ্য হয় না,-দিন দিন জন সমাজে মুখ দেখানে যে ভার বোধ হচ্চে ; আমাকে দেখলেই লোকে কালা কলঙ্কিনী বলে—ত ভাই তাদেরি বা দোষ কি, তার এ বিশুদ্ধ প্রেমের তত্ত্ব কেমন করে জানবে—এখন কি করি, এ কলঙ্ক হ্রদ হতে নিস্তার পাবার তো কোন উপায় দেখতে পাইনে, ভাই এ সব দেখে শুনে আমার এমনি ইচ্ছে হচ্চে যে শ্যাম রূপ আর দেখবে না, প্রাণনাথের নাম ও মুখে আনবে না-কিন্তু মন তো সৈ আমার নয়, সে রূপ মনে হলে মনে আর আমার মনু থাকে না-তখন—