পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ কলঙ্ক ভঞ্জন । গীত । ঝিঝিট-এক তাল । প্রাণ যে করে, তারি তরেরে । প্রবোধ না মানে মন, প্রবোধিব করে রে । তার নাহি মানে মানা,শুনে না লোক লাঞ্ছনা, ধায় রে বাধিতে প্রেমডোরে সে মন চোরে রে৷ বাসনা মনেতে করি, লোকালয় পরিহরি, মাথ সনে ফিরি বনে কি কায ছার সংসারে রে । বৃন্দে। তাইতে রাজকুমারী, তোমার ভাব দেখে মন যে আমার অস্থির হচ্চে—তা সখি, এতে উতলা হলে চলবে কেন, ভাই মন স্থির করে দেখ দেখি, দুদিক রক্ষার কোন উপায় আছে কি না ? রাধিক। ভাই, আমিতে ভেবে এর কোন সছুপার দেখতে পাইনে। বৃন্দে। রাজকুমারি, আমিতে পূৰ্ব্বেই বলে ছিলে যে কালার প্রেমে কায নাই, তখন আমার কথায় কর্ণপাত ও কর নাই, এখন সৈ লোক নিলে সহ কত্তে পারবেন। বল্লে চল বে কেন।