8 কলঙ্ক ভঞ্জন । রাধিক। সত্য সখি, তাকে দেখুলে প্রতিজ্ঞ দূরে পাক, সংসারের একটা কথা ও মনে থাকে না—ভাই তুমি ভিন্ন এ বিপদ হতে পরিত্রাণের আর উপায় দেখতে পাইনে তোমা হতেই প্রাণনাথকে পেয়েছি, এখন যাতে ভুকুল রক্ষ হয় সখি, তোমাকে সেইটা করতে হবে। বৃন্দে। সখি, ব্যস্ত হলে কিছুই হবে না, চেষ্টার অসাধ্য কিছুই নাই-কিন্তু ভাই, তোমায় বা বলবো তাই কন্তে হবে-কেমন পারবে কি না আগে বল ? তা না হলে আমি দোষে খালাস্ । রাধিক । দৈ, তুই যা বল বি আমি তাই কৰ্ব તા-હરન কি করতে হবে ভাই শীঘ্ৰ করে বল্ ; আমায় আর অনর্থক ক্লেশ দিমনে । বৃন্দে। ওমা, কথা না বল্ তে বলতেই তোমায় ক্লেশ দেওয় হলে,—সখি, তোমার কৰ্ম্ম নয়, তুমি ভাই পারবে না। রাধিক। ভাই, এখন ছল ধরবার সময় নয়, যা বল্ বার বল, আমি সত্য বনচি, প্রাণপণে সে কায করবে। বৃন্দে। ওকি রাজকুমারি, সত্য কথা বল্পে ছল ধরা হয় তামি তাতে জানিন—ভাই, আগে মনস্থির কর, উতলার কৰ্ম্ম নয় । - রাধিক। তোকে সুখী কথায় অাট ভার, আমি ভাই এই মন-স্থির কল্লেম, এখন কি কন্তে হবে বলু ?
পাতা:সতী কি কলঙ্কিনী.djvu/৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।