পাতা:সতুর মা.djvu/১৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণা সেমিজ ও সাড়ী পরাইয় তাহাকে সম্পূর্ণ নূতন করিয়া তুলিলেন। কয়েক দিনের মধ্যেই একজন শিক্ষয়িত্রী নিযুক্ত করিয়া তাহার শিক্ষার বন্দোবস্ত করিয়া দিলেন। সে যে বিধবা, সে যে অলক্ষণ, সেই কথাটা চাপা দিবার জন্য রমাদেবী বিশেষ ভাবে শোভনাকে লইয় পড়িলেন। শোভনা র্তাহার কাছে আসিয়া এত দিনে প্রকৃত আনন্দের আস্বাদ পাইল, যত্বের মিষ্টতা অনুভব করিল। রমাদেবীর বুকে মাথা রাখিয় শোভনার মাতার বিচ্ছেদ দুঃখ দূর হইল, সে যে অলক্ষণা এ কথাটা যেন অনেকটা ভুলিয়া গেল। রমার নিকট শোভনার ইতিহাস শুনিয়া ব্যথিত হইয়া কোমলকণ্ঠে মেহের স্বরে রমার স্বামী যখন শোভনাকে জিজ্ঞাসা করিলেন—“তোমার নাম কি মা ?” শোভনার মনে হইল জন্মাবধি এমন ভাবে কেহ তাহাকে আর কখন কোন কথা জিজ্ঞাসা করে নাই, এতটুকু আদরও সে কখনও পায় নাই। ক্রমে শোভন রমাকে মা, তাহার স্বামীকে বাবা ও নয়নতারাকে দিদি বলতে অভ্যন্ত হইল, একটু একটু করিয়া তাহার সঙ্কোচ কাটিয়া গেল, আদরে আব্দারে সে রমাদেীর নিকট নয়নতারার তুল্য হইয়া উঠিল। চিরদুঃখিনী মেয়েটকে সুখী দেখিয়া স্বামী স্ত্রীতে নিৰ্ম্মল আনন্দ অনুভব করিলেন, কিন্তু শেষে Yoq