পাতা:সত্য ইতিহাসসার.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి(t ৩১ একত্রিশজমাধ্যায় । fলকন্ধর মৃপতির ৰিৰয়ণ । সমুতি মহাসিকন্দরের বিবরণ লেখা যাইতেছে। তিনি মাকিদোন দেশের রাজা ফিলিপের পুত্র । তাহার মাতার নাম ওলুক্সিয়া,এব- তাহার শিক্ষক,গুরুর নাম আরিস্কোতলী জয়দ্বারণ সিকন্দর যেমন বিখ্যাত হইলেন তেমন উত্তমজ্ঞাম দ্বারা তাহার,গুরু বিখ্যাত ছিলেন । এই উভয়ের চরিত্র • פון করিতেবোধ হয় যে সিকন্দর অপেক্ষ আরিস্তোতল গণনীয় মানুষ । সিকন্দরের তাবজ্জয়ের বিবরণ বাহুল্য প্রযুক্ত এখানে লিখিত হইল না ; চিত্রিত ভূগোলেতে তাহার জয়ের স্থান সকল নি- ' দিষ্ট হইতে পারে । “দেখ, তিনি ইউরোপে ও অাশিয়াতে ও আফ্রিকাতে আসিয়া জয়ী হইলেন ; কিন্তু তৎকালে অন্য লোকদের মধ্যে আমেরিক দেশ ব্যক্ত ছিল না। চিত্রিত ভূগোলে য়ুনানী দেশ দেথ সিকন্দর এই দেশ জয় করিলেন। এই ফণশী দেশ অবলোকন বীর, তিনি ইহাও জয় করিলেন। এই মিসর দেশ বিলোকন কর, তিনি এই দেশকেও জয় করিলেন। সিন্ধুনদী দৃষ্টি কর, তিনি স্ব দেশহইতে এই সিন্ধুনদী পৰ্য্যম্ভ আপিন জয়যুক্ত সৈন্যকে লইয়া আইলেন । এই বাবেল নগয় দেখ, তিনি এই নগরে আলিয়া স্বীয় প্রাণ পরিত্যাগ করিলেন । আত্ম জয় ব্যতিরেকে তিনি সকল জয় করিয়াছিলেন, কেননা তিনি সৰ্ব্বত্র জয়ী হইলেও সুরা পানরুপ নিজ দোষেতে পরাজিত হইয়ণ মরিলেন । যে দিবসে উাহার জন্ম হইয়াছিল সেই দিৱসে ইফিস নগরস্থ দিয়ান দেবীর মন্দির দগ্ধ হইয়াছিল। পৃথিবীর মধ্যে