পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিপথ। ঐ প্রত্যেক নগরেতে এক ২ রাজা ছিল। জয় নগর আশ্রয়ার অন্তর্গত। মিলিলাউর প্রার্থনাতে য়ুনানির সমন্ত লোকই প্রথমে একবাক্যত্নাপন্ন হইয় যেখানে ছেলিন। ও পারি বাস করিতেছিল তাহারণ সেই ত্রয় নগর আক্রমণ করিয়া অৰুরোধ করিল। দশ বৎসর পর্যন্ত যুনানের সৈন্যগণ যুদ্ধ’ করিয়া ঐ নগর জয় করিল পরে হেলিনকে পাইয়। নগর দক্ষ করল। য়ুনানি লোকেরণ ছল ক্রমেতে । ত্রয় নগরে এই রূপে প্রবেশ লরিয়াছিল। তাহার এক কাষ্ঠময় বৃহৎ ঘোটক নির্মাণ করিয়ঃ ঐ ঘোটকের উদরের মধ্যে অস্ত্ৰ শস্ত্র যুক্ত অনেক সৈন্য প্ররিয়া কোন ছলেতে তাহ নগরের মধ্যে প্রবেশ করাইল ; রাত্রি কালে নগরস্থ সকলে নিদ্রাগত হইলে তাহারণ ঐ অশ্বের উদরহইতে বাছির হইয় এক স্থানে আমি নিক্ষেপ করিয়া ও নগরের বহিৰ্দ্ধার ভগ্ন করিয়া অগপনাদিগের তাৰা, সৈন্য নগরের মধ্যে আনাইল । এই সকল বৃত্তান্ত হোষ্ট্রর রচিত ইলিয়াদ নামে এক মহা কাব্যে লিখিত আছে । সেই কাব্য পাঠ করিলে হেলিন ও পারির দেশযেতে যে অস~খ্য প্রাণী নিষ্ট হইয়াছে তাহ জানা যায়। ই-রাজী সালের ১০০ বৎসর পর্বে হোমর কবির জন্ম হইয়াছিল, হামর দরিদ্র ও অন্ধ হইয়ণ স্থানে ২ ভূমণ করিয়। পথে ২. নানাবিধ কৰ্ষিত রচনা করিয়া গান করিতেন । পারি ও হেলিনার ৰিষয়ে এই এক কল্পিত কথা প্রসিদ্ধা আছে যে আঁথিলির পিতা পিলু তিথী নামে এক দেৱীকে বিৰাহ করিয়া অলক্ষ্মী দেবী ব্যতিরেক আর সকল দেব ঘেৰীকেই নিমন্ত্ৰণ করিয়াছিলেন তাহতে অলঙ্কা ক্রোধাবিষ্ট কুইয়। তাহদের ভোজনসুখ ৰিঘাত করিতে ঐ সভামধে,