পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$bre দাড়াইল ; তাছা দেখিয়া ক্ৰত কছিলেন, যে তুমি কে ? ওঁ কি কারণ আসিয়াছ ? ভূত কছিল, যে হে ক্ৰত, আমি তোমার অনিষ্টকারী ভূত, ও তুমি ফিলিপি নগরে অপমাকে দেখিতে পাইব । তাহতে নিঃশঙ্ক হইয়ণ ক্রত কহিলেন, যে ভাল সেথানে তোমার সহিত সাক্ষাৎ হইবে। দেথ, এই ভূতের বিষয় সত্য কি মুখ্য তাহ নিশ্চয় করি তে পরি না; কিন্তু আমাদের ਵਰ੍ਹੇ যে কেবল মানসিক শঙ্কাতে ঐ রুপ ভুন্তি জন্মে, অথবা ক্ৰত ঘোর তর রাত্রি সময়ে আপনার শিবিরের মধ্যে একাকী থাকিয়া ও যুদ্ধের অপেক্ষণতে ও স্বীয় সেনাপত্য কর্মেণ্ডে শান্ত হইয়। নিদ্রাবস্থাতে ঐ ভৌতিক স্বপু দেখিলেন। লোকের সত্য ঘটনার বিষয় অনেক বার স্বপ্লেতে দেখে, তেমন ক্রত আপনার উপস্থিত বাস্তবিক অমঙ্গল স্বপুৈতে দেখিলেন । - ফিলিপি নগরের যুদ্ধেতে ক্ৰত প্রবীণ সেনাপতির ন্যায় স্বসৈন্যগণকে যুদ্ধাজ্ঞা করিয়া বীরত্ব প্রকাশ পূৰ্ব্বক যুদ্ধ করিলেন । তাহাতে তিনি যুদ্ধ নিপুণতাতে ও পরাক্রমেতে সৰ্ব্বত্র জয়ী হইয় অক্তাবিয়ের শিবির পর্যন্ত গমন করিয়া তাহা ভগ্ন করিয়া ফেলিলেন ; কিন্তু তখন আপনাকে জয়ী ৰোধ করিতে ২, সম্বাদ পাইলেন, যে নিজ সহকারি কান্ত্রিয় ও তাহার সৈন্যগণু পরাস্ত হইল। কেবল বুদ্ধির জুটিতে তাহনদের ঐ পরাজয় হইল। তথাণি কাল্লিয় তাহাতে এমত উদ্বিপ্ন হইলেন, যে ক্রতের আগমন অপেক্ষ না করিয়া নিজ সৈন্যহইতে আপন শিবিরের মধ্যে গিয়া স্বীয় মন্তক চ্ছেদন করিতে এক নিজ দাসকে আদেশ করিলেন। দাস তাহণ করিলে ক্রত তথা উপস্থিত হইয়া আপন মিত্রের মৃত শরীর মাত্র পাইলেন । ।