সত্য ইতিহাসসার। পঞ্চম ভাগ। -** 7 ৪৯ একোলপঞ্চাশত্তম অধ্যায় । fতবিরীয় ও কালিগুল্লার বিবরণ। অক্তাব্লিয় অগুস্ত পরমৈশ্বৰ্য্যেতে ও পরম সুখেতে চেয়াল্লিশ বৎসর রাজত্ব করিয়া ছেহত্তর বর্ষ বয়ঃক্রমে প্রাণত্যগ করিলেন । তিনি প্রথমেতে অনেক প্রজtহত্যা করিয়াছিলেন, পরে কালক্রমে তাহাদিগকে সুখী ও প্রতিপালন করিলেন। এই নিমিত্তে তাহার বিষয়ে কথিত অাছে, যে যদি তাহার জন্ম ন হইত কিম্বা তাহার মৃত্যু ন হইত, তবে প্রজাবগের পরম হিত হইত । তাহার মৃত্যু পরে যুলিয়া নামে তাহার কন্যার তৃতীয় স্বামী তিবিরীয় রাজ্যাধিপতি হইলেন। তিনি লিবিয়া নামে অগস্তের দ্বিতীয় স্ত্রীর পুত্র । তিবিরীয় এক ক্রুতির উপদুবী হইয়া নানা কুকৰ্ম্ম করিলেন। সিজান নামে এক জন মিত্র ছিলেন ; • তিনি তাছার প্রশ^সা করণ স্থলেতে রোম নগর তfাগ করিয়া কাপ্রিয়া নামে এক ক্ষুদ্র উপদ্বীপে বুসতি করিতে পরামর্শ দিলেন । কিন্তু তিৰিরীয় কিঞ্চিদিন পরে বুঝিলেন,যে এই মিত্র স্বয়ণ রাজা হইবার জন্যে আমাকে এই”কু পরামর্শ দিয়াছেন ; অতএব ঐ বিশ্বাসঘাতি মিক্সকে বধ করিতে অাজা করিলেন ।
পাতা:সত্য ইতিহাসসার.djvu/২০০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।