২৫৫ য়িকুশীলমের চতুদিগে তিন থাক প্রাচীর ছিল। তিত অলপমীর বৃহৎ, যন্ত্রদ্ধারণ তাহার প্রথম প্রাচীর ভগ্ন করিলেন, ঐ রূপে ক্রমেতে নগর প্রবেশের পথ প্রস্তুত করিলেন। তিনি অনেক বার য়িহদায়দিগকে ক্ষম ও দয়া প্রকাশ করিতে চাহিল্গুেন ; কিন্তু তাহার। তাহাতে তুচ্ছ করিল। অবরোধকল্পে তাহাদিগের এমন'দুৰ্গতি ও দুর্ভক্ষ্য ফুইল, যে তাহারা আপনাদিগের শিশুকে মারিয়া ভক্ষণ করিল। এই সম্বাদ প'ষ্ট্রয়া তিত ক্রোধেতে ঐ নগর সর্বতোভাবে নষ্ট করিতে শপথ করিলেন ; পরে তিনি আত্মশপথ পূর্ণ করিলেন। কেননা ছয় মাস যুদ্ধের পরে ঐ নগর পরাভূত হইলে তাবৎ গৃহ প্রাচৗরাদি ভগ্ন ও তাহাদের রমণীয় মহামন্দির দগ্ধ হইল ৮ এমত ছিন্ন ভিন্ন হইল,যে য়িস্ত গ্রীষ্টের ভবিষ্যদ্বাক্যানুসারে এক প্রস্তুর ও অন্য' প্রস্তরের উপরে থাকিল ন 1 । য়িৱশালম নিৰাসির প্রায় সমুদায় নষ্ট হইল ; কেননা ঐ যুদ্ধেতে একাদশ লক্ষ লোক বিনষ্ট হইল। যে কিঞ্চিৎ অৰশিষ্ট থাকিল, তাহারা ছিন্ন ভিন্ন হইয় নানা দেশেতে ভূমণ করিতে লাগিল • অদ্যপি তাহদের সন্তানের ইউরোপের নান। দেশে নানা নগরে বাস করিতেছে; কিন্তু তদবধি তাইাদের কোন দেশ কিম্ব নগর নির্দিষ্ট নাই। তৎকালে তিতের সৈন্যেরা জয়কারি তিতকে এক তেজোময় মুকুট দিয়া সম্মান করিতে চাহিলেন ; কিন্তু তিত তাহাতৃে অস্বীকার করিয়া কহিলেন, যে আমি এই কৰ্ম্মে কেৰী ঈশ্বরের হস্তস্থিত অস্ত্র স্বরূপ আন্ধি। তখন তাহার পিতা বেল্লাসিয়ান পূত্রের জয়ন্ত্রতে পরম সন্তুষ্ট হইয়া সৈন্যসামস্তের স্বস্থিত জন্মোল্লাসেতে পিতা পুত্র একত্র হইয় রোম নগরে প্রৱেশ করিলেন । বেল্লাসিয়ান ক্ৰশ্নর্তে
পাতা:সত্য ইতিহাসসার.djvu/২১৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।