পাতা:সত্য ইতিহাসসার.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৯৮

  1. ङछ ४ थभातििथरूज ७ मभिठिङ्कां८थद्भ' दिदद्भ* {

&ষ বৎসরে পুনি মরিলেন,এৰ-২পমেয় ও হর্মুলানীয় নামে দুই নগর বেসুৰীয় অগ্নিময় পৰ্ব্বতদ্বারা নষ্ট হইল, সেই বৎসরে তিতের পিতৃবিয়ো হইলে তিনি মহারাজ হইলেম । বেঙ্গাসিন্ধানের বিষয়ে উক্ত আছে, যে অতি উচ্চ পদ প্রাপ্তিতেও তাহার কোন বিকীরু হয় নাই ; কিন্তু কেৱল পরোপকার তদৰ্থে ঐ পদের ব্যবহার নিৰ্ব্বাহ করিলেন । এই সকল বিষয়ে তিতওঁ প্রায় পিতার সদৃশ হইলেন । তদ্বিষয়ে এই 'এক প্রসিদ্ধ কথা আছে, যে তিত এক দিবস রাত্রিসময়ে খেদ পৰ্ব্বক কহিলেন, যে আমি এই দিবস হাৱাইলাম ; কেননা উদিনে প্ৰজাগণের হিতার্থে কোন কৰ্ম্ম করিলেন না । এই বাক্যতে অামাদিগের মনোযোগ করা উচিত ; যে হেতু কোন ব্যক্তি এমন দরিদ্র ও দুর্বল নাই যে দিন ২ অপেন রন্ধু কি কুটুম্ব কিম্বা প্রতিবাসিগণের নিমিত্তে কোন হিত কৰ্ম্ম করতে না পারে। যে দিবসে আমরা পরের হিত ও উপকারাঙ্গে কোন কৰ্ম্ম নকরিতে পারি, তদিবস তিতের ন্যায় বুখাগত রূপে গণনা করিতে হয় । খেদের ৰিধয় এই, যে এমত ধাৰ্ম্মিক ও পূরোপকারি মানুষ কেহ নাই যে সময়বিশেষে ও ব্যক্তি বিশেষ হইতে নিন্দিত না হয় ; অতএৰ তিতের আর এক কথাতে আমাদের মনোযোগের আবশ্যক হয়। তিনি নিন্দিত হইয়া সৰ্ব্বদা এই প্রশ্ন কহিতেন, য়ে যাৰথ আমি নিদার যোগ্য কোন কৰ্ম্ম মণকার, তাবৎ নিদাতে বিষন্ন হইব না। .