*交》● ৫৫ পঞ্চপঞ্চাশত্তম অঞ্চায় t - श्रोटखामिब् ●डङिङ्ग दिदद्भ१ ।। eয কালের বৃত্তান্ত মামরা এখন লিখিতেছি, তাহ আন্তোনিনের সময়রপে “প্রসিদ্ধ আছে । যেহেতু সেই সময়ে অন্তোনিন নামে দুই মহারাজ ক্রমেতে উত্তমরূপে রাজত্ব করিয়া প্রজাগণের সন্তোষ করিয়াছিলেন। ঐ সময়ে রোমীয় লোক প্রায় সৰ্ব্ব দেশের অধিপতি হইয়াছে; অতএব তাহtদের প্রধান কৰ্ত্তী ঐ সকল স্বাধীন দেশের হিতাহিতৃ নির্ণয় করিতেন । * সন্মুণপ্রযুক্ত অন্তোনিনের উপনাম ধাৰ্ম্মিক ছিল । তিনি পর্ব্বেতে আদ্রিয়ানদ্বার প্রধান কর্তৃত্বপদে নিযুক্ত ছিলেন । ধৰ্ম্মবিষয়ে কাহার প্রতি দ্বেষ করিলেন"ন", ও অাপনাদিগের মতানুসারে ভজনাদি করিতে আজ্ঞা দিতেন । মহাদানশীল ও দরিদ্রগণের দুঃথবারণার্থে স্বীয় সমগ্ৰ ধন বিতরণ করিতেন, যেহেতু তিনি কহিলেন যে প্রজাগণের হিত চেষ্টাই রাজবগের পরম ধৰ্ম্ম। তিনি স্বভাবর্তে মৃদু কিন্তু ধৈর্যশীল, অতিসভ্য কিন্তু সুখাভিলাষী ছিলেন। তৎকালে ইউরোপ ও আফুিকা ও আশিয়ার অন্তর্গত নানা দেশ রোমের অধীন ছিল ; কিন্তু চীন দেশ তদধীন হইল না। তদেশীয়েয়ণ-মহা সভ্য বটে, কিন্তু তাহাদের মধ্যে নানা বিবাদ বিসম্বাদ তখন উপস্থিত ছিল । তাহাদের নৃপতিগণ পরম্লর বিবাদ: করিতেন। অন্য দেশের প্রতি ৰুথন আক্রমণ করিতেন না, ও অন্য দেশায়েরাও তাহাদের লুক্ত আক্রমণোদ্যত হইত না । তাইনদের প্রতিৰাসি তার্তার
পাতা:সত্য ইতিহাসসার.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।