এই ২২ বাসিদিগকে বধ করিলেন। পরে বৃতেন দেশে গিয়ণ স্কটলাঙ্গুনের আক্রমণহইতে স্থতেন লোকদের রক্ষার্থে তনু ভয়ের মধ্য ভাগে প্রস্তরময় এক মহা প্রাচীর প্রস্তুত করিলেন, ঐ প্রাচীর অদাপি তন্নামে প্রসিদ্ধ আছে। পরে নিজ দুষ্ট পুত্রের নিন্দ কৰ্ম্মেতে লজ্জাম্বিত হইয়। য়ন্ধ নগরে প্রাণত্যাগ করিলেন । “ ঐ স্কন্ধ নগরের সমীপে অদ্যপি সিবির নামে প্রসিদ্ধ দুই উপপৰ্ব্বত বিদ্যমান আছে । তাহার নির্মাণের • কারণ নির্ণয় হয় না, কি যুদ্ধের পরে মৃত শরীরের আবরশার্থে কিম্বা সিবির মহারাজের সম্ভমার্ক্সে তাহ নির্মিত হইয়াছিল। g সিবিরের মৃত্যুর পরে তাছার পুত্র কারণকাল্লা মহারাজ ইইয়া নিজ মাতার বক্ষস্থলস্থ শিশু ভাতাকে ৰধ করিল, এই কথা শুবণ মাত্রে কোন ব্যক্তি তাহার বিষয় আর শুনিতে চাহে না । দৌরাত্ম্য ও দুঃশীলতা পৰ্ব্বক ছয় বৎসর মাত্র রাজত্ব করিলে পরে এক ৰকীয় সেনাকর্তৃক পৃষ্ঠ দেশে থড্রাঘাত প্রাপ্ত হইয় প্রাণ ত্যাগ করিল। তাহার মৃত্যুর পরে মদীন নামে এক জন প্রজাপীড়ক মহারাজ হইল । সে এক বৎসরের পুরেই হত হইল। পরে সেনাপতিদ্বার। হেলিয়গাবাল নামে চতুৰ্দশ বর্ষীয় এক, বালক মহারাজ হইল । সে.অপকৃষ্ট রূপে চারি বৎসর মাত্র রাজত্ব করিলে সৈন্যগণদ্বারা হত হইল। - ...' সমুতি আমরা এই সকল দুৰ্বত্ত রাজার প্রস্তাৰ ছাড়িয়া তৎকালীন রোমের অধীন গেঃথ লোকের বিষয় কিঞ্চি, লিথি । খ্রীষ্টের জন্মের চৌদশত বৎসরের পূৰ্ব্বে গোথ কিম্ব। ಇಸ್ರ್್ರ, নামে এক প্রকাৰু অসভ্য, লোকের উত্তর দিক হইতে-আগত হইয়। কান্ধিয়ান সমুদ্রগামি আরান্ধুি নদী
পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।