পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই ২২ বাসিদিগকে বধ করিলেন। পরে বৃতেন দেশে গিয়ণ স্কটলাঙ্গুনের আক্রমণহইতে স্থতেন লোকদের রক্ষার্থে তনু ভয়ের মধ্য ভাগে প্রস্তরময় এক মহা প্রাচীর প্রস্তুত করিলেন, ঐ প্রাচীর অদাপি তন্নামে প্রসিদ্ধ আছে। পরে নিজ দুষ্ট পুত্রের নিন্দ কৰ্ম্মেতে লজ্জাম্বিত হইয়। য়ন্ধ নগরে প্রাণত্যাগ করিলেন । “ ঐ স্কন্ধ নগরের সমীপে অদ্যপি সিবির নামে প্রসিদ্ধ দুই উপপৰ্ব্বত বিদ্যমান আছে । তাহার নির্মাণের • কারণ নির্ণয় হয় না, কি যুদ্ধের পরে মৃত শরীরের আবরশার্থে কিম্বা সিবির মহারাজের সম্ভমার্ক্সে তাহ নির্মিত হইয়াছিল। g সিবিরের মৃত্যুর পরে তাছার পুত্র কারণকাল্লা মহারাজ ইইয়া নিজ মাতার বক্ষস্থলস্থ শিশু ভাতাকে ৰধ করিল, এই কথা শুবণ মাত্রে কোন ব্যক্তি তাহার বিষয় আর শুনিতে চাহে না । দৌরাত্ম্য ও দুঃশীলতা পৰ্ব্বক ছয় বৎসর মাত্র রাজত্ব করিলে পরে এক ৰকীয় সেনাকর্তৃক পৃষ্ঠ দেশে থড্রাঘাত প্রাপ্ত হইয় প্রাণ ত্যাগ করিল। তাহার মৃত্যুর পরে মদীন নামে এক জন প্রজাপীড়ক মহারাজ হইল । সে এক বৎসরের পুরেই হত হইল। পরে সেনাপতিদ্বার। হেলিয়গাবাল নামে চতুৰ্দশ বর্ষীয় এক, বালক মহারাজ হইল । সে.অপকৃষ্ট রূপে চারি বৎসর মাত্র রাজত্ব করিলে সৈন্যগণদ্বারা হত হইল। - ...' সমুতি আমরা এই সকল দুৰ্বত্ত রাজার প্রস্তাৰ ছাড়িয়া তৎকালীন রোমের অধীন গেঃথ লোকের বিষয় কিঞ্চি, লিথি । খ্রীষ্টের জন্মের চৌদশত বৎসরের পূৰ্ব্বে গোথ কিম্ব। ಇಸ್ರ್್ರ, নামে এক প্রকাৰু অসভ্য, লোকের উত্তর দিক হইতে-আগত হইয়। কান্ধিয়ান সমুদ্রগামি আরান্ধুি নদী