পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

י ל6ל দেশ তাহাদিগকে দিল । প্রায় চার শত বৎসর পয্যন্ত রোমীয়ের বৃতেন দেশের উপর কর্তৃত্ব করিয়া শেষেতে এই রূপে তাহা পরিত্যাগ করিয়া স্বদেশে প্রস্থান করিল। বৃতেন নিবাসির তদবধি স্বাধীন হইয়া আপনাদের কক্তব্যাকত্তব্য ব্যবস্থা স্থির করিতে লাগিল। রোমীয়দের স্থানে তাহারা যে প্রাসাদ নির্মাণ ও পথ ও ধাতুবিদ্য শিক্ষা করিয়াছিল, তাহা তাহার কর্মদ্বারা ক্রমে প্রকাশ করিল P তাহারণ যে ২ বিষয়ের শিক্ষা না পাইয়ুছিল, কিম্বা বিস্মরণ হইয়াছিল, তাহ তাহারা আপনাদের বুদ্ধির কৌশলে সমন্ন করিল , যুবকদের শিক্ষার্থে তাহারণ নানা বিদ্যালয় প্রস্তুত করিল। এমত কুথিত আছে, যে তৎকালে তাহার। বলবান ছিল বটে, কিন্তু যুদ্ধের কৌশল জানিত না ; সাহসেতে যুদ্ধে প্রবৃত্ত হইত, কিন্তু নৈপুণ্য ভাবে নয়। te পরে পিক্‌টীয় ও স্কেটীয় লোকেরা ঐ উত্তর প্রাচীর ভয় পৰ্ব্বক বৃতেন দেশে প্রৱেশ করিয়া নান৷ উপদ্রব ও লুঠ করিতে লাগিল। বৃতেন দশায়ের উত্ত্বির হইয়া ত্বরাতে পলায়ন করিয়া টুমি বন ও পৰ্ব্বতের আশ্ৰয় লইল। তৎকালে মহা ব্যস্ত হইয় তাহারণ আইটীয় নামে রোমীয় সেনাপতির নিকটে পত্র প্রেরণ করিয়, এই নিবেদৰু করিল, যে হে মহাশয়, এক দিগে অসভ্য লোক, অন্য দিগে সমুদ্র, অসভ্য লোকের আমাদিগকে সমুদ্রের দিগে ঠেলিয়া ফেলে, ও সমুদ্র তাহদের প্রতি ঠেলিয়া ফেলে এই কারণ থভূের্তে কিম্বা তরঙ্গেতে আমাদিগের মৃত্যু, উপস্থিত ছইয়াছে। এই যে তাহদের লজ্জাকর কাতর নিবেদন, তাহ নিরর্থক হইয়ছিল ; কেননা আইটীয় সেনাপতি তাছাদের সহায়তা