ই ৫e অভিল রাজার মৃত্যুর দুই বৎসর পরে জর্মানি দেশস্থ ৰিয়েনা নগরসম্ভৰ থিওদোরিক নামে এক গোখীয় রাজা । ইটালি দেশের রাজত্ব করিলেন । তিনি থিওদোমির রাজার পুত্র প্রযুক্ত পিতৃরাজ্যে অভিষিক্ত হইলেন ; যখন ঐ পিতৃরাজ্য ইটালি দেশ প্রাপ্ত হইলেন, তখন মহারাজ রূপ খ্যাত হইতে ইচ্ছা করিলেন না, কিন্তু কেৰল রাজারূপে খ্যাত হইলেন । তথাপি মহা সন্তুম পৰ্ব্বক পৰ্ব্বরাজ্যের অধিপতি অনাস্তাসীয়কে মহারাজ সম্বোধন করিয়৷ প্ৰণতি করিলেন । রণৰেয়া নগরে, থিওদোরিকের রাজধানী তৎকালীন রীত্যনুসারে মহারমণীয়। ছিল । তাহার সময়েতে তাৰদ্বিপক্ষের সহিত সন্ধিবিধান হইল। * পরে তিনি একদা রোম নগর দেথিতে যাত্রা করিলেন, এব০২ ত্ৰাজানের মহাস্তম্ভ ও পল্লির কৌতুকালয় ও তিতের অৰ্দ্ধচন্দুকণর মহা নাট মন্দির অবলোকন করিয়া আশ্চর্য ৰোধ করি - লেন ; এব-২ নগরের মধ্যে জলপ্রবেশের চতুর্দশ পথ ৰিলোকন করিয়া পরমালুদিত ইলেন । তখন ঐসকল স্তম্ভাদি রক্ষা করিতে এক জনকে নিযুক্ত করিলেন ; এবশ জারাধন গৃহ ও রাজধানী ও অন্য ২ সাধারণ গৃহ অধিক সৌষ্টৰণস্থিত করিলেন। তিনি রণবেন নগরে বাস করিয়া স্ব হম্ভেতে এক উদ্যান প্রস্তুত করিলেন এব-> কৃষিকৰ্ম্মে অনুরক্ত ছিলেন, ও সন্ধান করিয়া স্বর্ণ রাজত্বের খানি নির্দিষ্ট করিলেন। তিনি রোমের চতুৰ্দ্দিকস্থ সজল দুর্গঙ্কস্থান পরিস্কার করাইলেন। তাহার আচরণ ও নিয়মম্বারা শস্য ও মদিরাদি অতিসুলভ ছিল ; এবণ এমত কথিত আছে, যে তাহার রাজ্যেতে পথ“মধ্যে পুৰণাদি পড়িয়া থাকিলেও কেহ গ্রহণ করিত না। খি ওদোরিখেত পিতামহ নানা গুণ বিশিষ্ট ছিলেন, এৰ অতি ।
পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।