পাতা:সত্য ইতিহাসসার.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oy আপন রাজ্য বৃদ্ধি করিলেন। তিনি বাবেল নগরের মধ্যস্থিত নদীর জল পথাস্তুরদ্বার চালাইয়ণ সৈন্যের সহিত পিত্তলের দ্বারের নিম্ন ভাগ দিয়া নগরে প্রবেশ করিলেন, ও যে সময়ে বাৰেল রাজ্য আপন মন্ত্ৰিগণের সুহিত বসিয়া পান ভোজন করিতেছিলেন, সেই সময়ে তাহদের মধ্যে পড়িয়া তিনি রাজাকে সংহার করিয়া নগরের অধিপতি ইলেন। পরে মাপন পিতা ও মাতামহ ও৮পিতৃব্যের-মরণ হইলে তিনি মিদিয়া ও ফাশী দেশের রাজা হইলেন। পরে ক্রমে ২ অন্য ২, দেশ জয় করিলেন । সপ্ততি বৎসর বয়স্ক হইলে কীৰ্ত্তিত্ত্বে ও ঐশ্বৰ্য্যেতে পরিপর্ণ হইয়। আপন পুত্র পৌত্ৰাদি পরিবার বিদ্যমানে কুর রাজা লৈীকান্তর” প্রাপ্ত হইলেন। জাখিনীয় পিশিস্ত্রাত রাজার মরণের দুই বৎসর পূৰ্ব্বে কুর নৃপতির মৃত্যু হইয়াছিল। lo