পাতা:সত্য ইতিহাসসার.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8心台 তখন নিরণস্বরণ গাড়িতে নধারে প্রবেশসময়ে উৎক্রোশ নামে এক পক্ষী আসিয়া মামার মস্তকের টুপী লইয়। অনেক প্রকার শব্দ করিয়ণ পূনৰ্ব্বার মন্তকেতে সেই টুপী রণথিল । তৎকালে জ্ঞানি লোকদের যাহাতে আপ্লামাণ্য বোধ হয় তাহ সময় ধশেষ কোন আশ্চর্যের হেতু রূপ মান্য হয় । দেশ, ফল প্রাপ্ত হইলে কারণের নিশ্চয় সহজেই হয় - ঐ লুকীয় অযথার্থ রুপে রাজ্য প্রাপ্ত হইয়া অধিক কাল পৰ্য্যন্ত ভোগ করতে পারিলেন ন+ যেহেতু দুষ্ট ও অবিশ্বাসি জনে আপনাদের দোষ চিন্তাতে কাচ সুখী হইতে পারে না । পরে লুকীয় হত হইলে, জনরব হইল, যে অঙ্কের,পূত্রের তাহণকে বধ করিতে অাদেশ করিয়াছিলেন ; তাহাতে তাহণদের রোম নগরহইতে পলায়ন প্রযুক্ত অনুমান হয়, যে তাহার তদ্বিষয়ে-দোষী ছিলেন ; কেননা নিদোষ লোকের। প্রায় কদাচ পালায়ন করে না । পরে লুকীয়ের পত্নী যাবৎ পর্যন্ত আপন স্বপত্ত্বীপুত্রকে সিংহাসনস্থ না করিলেন, তাবৎ পর্যন্ত আপন স্বামির মৃত্যু স-গোপন করিলেন । তাহার স্বপত্নীপুত্রের নাম স্বকীয়উল্লায়। তদ্বিষয়ে এক আশ্চর্য বৃত্তান্ত আছে, যে বাল্যাবস্থাতে নিদ্র কালে তাহার মস্তকের উপরে এক প্রজ্বলিত অগ্নিশিখা দেখা গেল। স্বীয় অতি সুমানুষ ছিলেন, ও তিনি লুকারের দুই পুত্রকে আপন দুই কন্যার বিবাহ দিলেন । এৰপ২ অনেক কাল পর্যন্ত উত্তম রূপে রাজ্যশাসন করিলে পর তিনি রাজসি^হাসন ভাগ করিতে ও নির্জনে কাল যাপন করিতে মানস করিলেন ; কিন্তু তাহা হইতে পারিল না। g জুলিয়া নামে তাহার এক কন্যা আপন স্বামির অপেক্ষা • ভগিনীপতিকে প্রেম-করিলেন ; এবপ২ভগমীপতিও তাহা