*象 সাক্ষাৎ হইল । অাথিনী সৈন্যের মধ্যে দশ জন সেনাপতি ছিলেন । ঐ প্রত্যেক সেনাপতি পালাক্রমে এক ২ দিনে প্রধান সেনাপতি হইতেন। আৱিস্থিদি ঐ নিয়ম উত্তম ৰোধ না করিয়া আপন সম্ভমের বৃদ্ধি না চাহিয়া দেশের হিত চেষ্টার্থে আপনার নিরূপিত দিবস মিলতিয়ণদিকে দিলেন , । কেননা তিনি বোধ করিলেনয়ে সৰ্ব্বাপেক্ষ মিলতিয়াদি উত্তম সেনাপতি ৮<দুখ, এক উত্তম উদাহরণদ্বারণ লোকদের কত উপকার হইতে পারে। - পরে অন্য সেনাপতির আরিস্তিদির তদ্রুপ কৰ্ম্ম আশ্চৰ্য্য জ্ঞান করিয়া ঐ রূপ আপুন ২ প্রধান পদ মিলতিৰ্ম্মণদিকে সমপর্ণ করিলেন? কিন্তু যাবৎ পর্যন্ত আপনার নিরূপিত দিবস ਚੋਮਝਿਲ ਕ। হইল, তাবৎ পর্যন্ত মিল্তিয়াদি যুদ্ধ করিলেন না; পরস্তু ঐ নয় দিবসে কেবল যুদ্ধের উপকরণ প্রস্তুত করিলেন । দশম निदान উপস্থিত হইলে এক তুমুল যুদ্ধ হইল ; সেই যুদ্ধতে অপরিস্তিদি ও থিমিস্তক্সি নামে সেনাপতি উত্তম রূপে যুদ্ধ করিলে তাহাতে সৈন্য জয়যুক্ত হইলেন। তাছাদের জয়ের কারণ এই যে মিলতিয়াদি উত্তম রূপে সৈন্যবিন্যাস, করিয়াছিলেন, এবণ২ সকলেই, ৰিক্রম পৰ্ব্বক যুদ্ধ করিল। অনন্তর' এক জন । অগন্ধিনী সৈন্য রক্তাকৃত শরীর হইয়া বেগেতে আঁখিনী নগরে গিয়ণ এই কথা, কহিল, যে তোমরণ উল্লাসিত হও, তোমাদিগের জয় হইয়াছে, ইহা কহিবা মাত্র পরিশ্রম ও ক্ষত বেদন প্রযুক্ত ভূমিতে পড়িয়ণ সে প্রাণত্যাগ করিল। ;" এই মহা লজ্জার বিষয় যে ঐ মিলতিয়াদি প্রধান সেনাপতি শেষেতে কারাগারে বন্ধ হইয়া.প্রাণ পরিত্যাগ করিলেন । ‘অথিনী লোক তাইকে রাজদ্রোহী বলিয়া অপবাদ গুপ্ত
পাতা:সত্য ইতিহাসসার.djvu/৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।