পাতা:সত্য ইতিহাসসার.djvu/৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-৫ ঔ প্রবেশ করিলেন। পরে গন্নিার তাম্বুর নিকটে উপস্থিত হইয়া উত্তম দ্বন্ত্রাবৃত এক মানুষকে রাজা বোধ করিয় ক্ষয়হাকে বধ করিলেন; কিন্তু সে জন রাজার প্রধান মন্ত্রী ছিলেন । পরে ঐ মন্ত্রিঘাতী পলায়ন করিতে চাহিলে ধরা পড়িল ; ও পগিন্নার নিকটে অানীত হইলে রাজা তাহাকে কহিলেন, যদি ভূমি রেমি লোকদের পরামর্শ প্রকাশ না কর তৰে তোমাক অশেষ, যন্ত্রণা দিব বধকারী উত্তর না করিয়া যে অগ্নি তৌহার যন্ত্রণার্থে প্রস্তুত হইয়াছিল, তাহাতে নিজ দক্ষিণ হস্ত প্রবিষ্ট করাইয়া দগ্ধ হওন পর্যন্ত সহা করিয়া রহিল। পপিন্ন। তাহীর তক্রপ বিক্রম ও সহিষ্ণুতা,দেখিয়া আপন সি-২হাসমুহইষ্ঠে মামিয় তাহাকে আলিঙ্গন করি‘লেন, এবং কহিলেন, যে তুমি আর কুেশভোগ করিও না, নিজ বন্ধুগণের নিকটে ত্বরায় যাও ; তাহাতে সে স্বচ্ছন্দ রূপে প্রস্থান করিলেন । - জাথিনী . লোককর্তৃক আরিস্তিদির দূর করণের কিঞ্চিৎ কাল পূৰ্ব্বে রেমি লোক কর্তৃক করিওলান নামে এক মহ সেনাপতি দূৰ্বীকৃত হইয়নছিলেন ; কিন্তু তিনি আরিস্তিদির ন্যায় তাহ সহ্য করেন নাই . পরন্তু রোম দেশের বিপক্ষ বলসীয় লোকের নিকটে যাইয় তাহাদিগের সেনাপতি হইলেন । পরে রোমি লোকের অনেক গুমিনগর আক্রম করিয়। স্বাধীন করিলেন । শেষেতে রোম নগরের প্রতি আক্রমোদ্যত হইয়া প্রায় জয় করিলেন ; কিন্তু উপহার মাতা ও ভাৰ্য ও সন্তান ও অনেক স্ত্ৰীগণ বাহিরে যাইয়। তাহয় সাক্ষাতে হাটুগাড়িয়া ক্ষমা করিতে মিনতি করিল। সেই মিরতিদ্বারা ক্ষমাপন্ন হইয়া তুিমি স্বীয় সৈন্যের সহিত . প্রস্থান করিৰার প্রতিজ্ঞা করিলেন। দেখ, তাহাতে করিওলার