*\o ফশী জাহাজ পর্যন্ত হইয়া পলায়ন y মধ্যে কতক জাহাজ ধরা পড়িল ও কতক ব৯ জলমধ্যে নিমগ্ন হইল। তৎকালে সেক্লি রাজা য়ুনানী সৈন্যের পরাজয় দেখিতে এক উচ্চতর পর্বতের উপরে বসিয়াছিলেনু ; কিন্তু তদ্বিপরীতে নিজ সৈন্যের পরাজয় দেখিয় ব্লিষন্ন বদনে পলুয়ন করিলেন । পরে অবশিষ্ট সৈন্য লইয়া স্ত্র দেশে যাত্রা করিলেন । গমনকালে হেলিয়ন্ত নামে এক স্থানে উপস্থিত হইলে দে? তাহার নৌকা নিৰ্ম্মিত পল মহা তরঙ্গধারা ছিন্ন ভিন্ন হইয়াছিল, তৎপ্রযুক্ত জুতি সাহস্কৃত সেই সেক্লি রাজা,ভঞ্চন ক্ষুদ্র নৌকাদ্বারা পার হইয়া স্ব দেশে প্রবেশ করিলেন। এই তাহার যুদ্ধযাত্রার শেষ ছিল। ঐ যুদ্ধেতে তাহার প্রবল গৰ্ব্বে থৰ্ব্ব ও য়ুনানী লোকের গৌরব বৃদ্ধি হইল । তৎপরে যুনানী লোক হৃষ্টচিত্ত । হইয় আপনাদের নগরে প্রস্থান করিল ;.এব^ থিমিস্তত্ত্বি ফtশী সৈন্যকে পরাস্ত করিয়া অভ্যাথিনী নগরে গিয়া দগ্ধ গৃহাদি সারাইতে আজ্ঞা দিলেন । e - ঐ সময়েতে কার্থজি নগরন্থের মিসর ও নীল ও তুর দেশ ও মধ্য সাগর সমীপস্থ লোকের সুহিত-ব্যবসায় করিয়া ও ল্পেন দেশীয় আকরহইতে শোণ রূপ প্রভৃতি প্রাপ্ত হইয়া মহ ধনচ্য ছিল । এই কাঞ্চাজ নগরনিদ্ৰাসির সেক্লি রাজার সহিত এই এক নিয়ম স্থির করিল, যে যখন,ং তুমি য়ুনানী দেশের প্রতি আক্রমণ করিৰ তুখন আমরা টুটলি ও সিকিলী দেশে যত য়ুনানী লোক আছে তাহাদের প্রতি আক্রমণ করিব ; অতএব তাহারণ এক মহ সৈন্য প্রস্তুত করিল, ও তাহীদের সেনাপতি হামিলকার হইলেন, তিনি সৈন্য লইয়ণ জাহাজদ্বারা সিকিলী দেশে গিয়া পালি" নগরে উপস্থিত হুই লেন ।
পাতা:সত্য ইতিহাসসার.djvu/৭২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।