*を লিথিয়াছেন। দেখ, অনেক মনুষ্য যুদ্ধ ও জয় প্রাপ্তিদ্বার পরম্ভ সন্তুম প্রাপ্ত হইয়াছেন ; কিন্তু যাহার। পরাজিত হইয়া ঐ দশ সহস্র সৈন্যকে এই নানা সুগ্ৰহইতে উদ্ধার করিয়া স্ব দেশে লইয়ন গেলেন, তাহীদের কত অধিক সন্তুম হইয়াছে ! উত্তম লোকের বিপদাপন্ন হইয়া ক্ষমতা ও কৌশলদ্বার। তাহহইতে উত্তীর্ণ হইলে মহাসমুন্ত হন। এই যাতায়াতে আহাদিগের ১৫ মাস ক্ষেপণ হইল ; আগমন সময়ে তাহার প্রতি দিন ১৮ ক্রোশ চলিত, এবং প্রত্যাগমনসময়ে ১৫ ক্রোশ চলিত is কুর ও আর্টাকসেক্লির মাতার নাম পারিসাতী। সে স্ত্রী মহা জ্বর ও দুঃশীল ছিল। তাহৰেইতে অনেক কু কৰ্ম্ম ঘটনা হইল। আটকিসেক্লির প্রিয় পত্নী স্তাতিরা নামে নিজ সুষাকে সে হত্যা করিল ; কিন্তু তাহ সে ছল ক্ৰমে করিল, স্তাতিরার প্রতি সুেহ প্রকাশ করিয়া রাত্রি ভোজনে নিমন্ত্রণ করিলে রাণী তাহ স্বীকার করিয়া শাসুড়ীর গৃহে গমন করিলেন । e 4 ভোজনসময়ে পারিসাত্য আপন ভোজনপত্রেতে সুপক্ক এক পক্ষিকে দ্বিখণ্ড করিয়া অৰ্দ্ধ ভাগ পুত্রবধূকে ভোজন করিতে দিল, অণর অন্ধ ভাগ স্বয়৪২ লইল । ভোজনের পরে স্তাতির" সঞ্জাতিক মহাবেদনাতে কাতর হইলে সেথানহইতে নীত হইল, ও অল্প ক্ষণের মধ্যে বড় ক্লেশ প্রাপ্ত হইয়ণ প্রাণত্যাগ করিল । তাহার স্বামী নিজ মাতার ক্রতা অনুমান করিয়া স্থির করিলেন, যে মাতাহইতে এই গাহতি কৰ্ম্ম ঘটিয়াছে তৎ প্রযুক্ত তিনি অতি উদ্বিগ্ন হইয় তাহার ভূত্য বর্গকে যাতনা দিয়৷ তদৃত্তান্ত"জানিতে ইচ্ছা করিলেন। যাতনাতে কাতর হইয় এক দাস মানিল, যে এই দুষ্ট পারি
পাতা:সত্য ইতিহাসসার.djvu/৯৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।