পাতা:সত্য ইতিহাসসার.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెళి সসৈন্য হইয়া রোম নগর'লুঠ করিতে লাগিল, তখন কামিল মাঙ্গীয় দেশেতে বাস করিলেন । তিনি তথাহইতে রোমি লোকের বিপদ সম্বা পাইয়া স্বীয়াপমান ন গণিয়া রোম নগররক্ষার্থে সৈন্য fেরণ করিতে অঙ্গীয়া লোকদিগকে মিনতি করিলেন, তাহতে তিনি সেই সৈন্যের সেনাপতি হইয়া রোম মগরে যুদ্ধযাত্রা করিলেন ; এৰপৰ অল্প দিনের মধ্যে তিনি দুৰ্জয় গলীয় তাৰ সৈন্যকে বিনষ্ট করিলেন। পরন্তু বিনাশের সমাচার লইয়। স্ব দেশে যাইতে তাহীদের এক জনও অবশিষ্ট ছিল না । g রোম নগরের অররোধবিষয়ক অন্য দুই তিন প্রস্তাৰ আছে । এক সময়ে ঐ নগরের মহা দূর্গ প্রায় বিপক্ষ কর্তৃক প্রাপ্ত হইয়াছিল ; কেনন। রাত্রি যোগে কতক গুলি গলীয় সৈন্য পৰ্ব্বতারোহণ করিয়া প্রহরি গণকে নষ্ট করিতে ও দুর্গ জাত্ৰমণ করিতে উদ্যত হইলে নিকটবৰ্ত্তিকতক গুলি রাজহ~গ আপনাদের পক্ষ ও স্বরদ্বারা মহা শব্দ করিতে লাগিল । তাহাতে রোমীয় সৈন্যগণ জাগৃত হইয়া ৰিপক্ষ সৈন্যকে বিনাশ করিল। তাহাতে বোধ হয়, যে গলীয় সেনারা কামিল প্রেরিত কোন দূতের গমনপথ দৃষ্টি করিয়া ঐ পৰ্ব্বতারোহণের পথ নিশ্চয় করিয়াছিল। . * রোম লোক কর্তৃক কামিল দূরীকৃত হইলে যাবৎ পর্যন্ত তাহদের অনুমত্মিম হয়,তাৰৎ পর্যন্ত তিনি রোম নগরে প্রবেশ কুরিতে পারিলেন না। এই কারণ তিনি তাহাজের অনুমতি প্রাপ্তির নিমিত্তে সেখানে এক জন দূত প্রেরণ করিলেন। ঐ দূতের নাম কমিনীয় ছিল। তাছার গমনের পথ ঐ বিপক্ষ সৈন্যের মধ্য দিয়া ছিল তাহাতে বড় দুঃসাধ্য কৰ্ম্ম হইল । ঐ দত প্রাণ পণ করিয়া এক বৃক্ষের ছালের দ্বারা ভৗৱর নামক