পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] শাস্ত্রলিখিত নানা প্রায়শ্চিত্তের বর্ণনা । ১১ নিকটে এক কাণ গৰ্দ্দভ উৎসর্গ করিবে ; এবং তাঙ্গর চৰ্ম্ম পরিধান করত সপ্ত গৃহে ভিক্ষা করিয়া সকলের সাক্ষাতে স্বীয় দেশষ স্বীকার করিবে, তাহাতে এক বৎসরের পরে সে শুদ্ধ হইবে। মনুর ১১ অধ্যায় ১১৯-১২৪ শ্লোক। যদি, কোন বাহ্মণ যজ্ঞোপবীত ব্যতীত ভোজন করে, তবে তাহাকে এক শতবার গায়ত্রী জপ করিতে হইবে, এবং গোমুত্র ভিন্ন সে দিবসে আর কিছু খাইতে পাইবে না। যদি কোন ব্রাহ্মণ চণ্ডালের পুষ্করিণীতে স্নান বা তাহার জল পান করে, তবে তাহাকে গোময় ও গৈামুত্ৰ খাইতে হইবে। ২। মিথ্যা কথার প্রায়শ্চিত্ত জন্য কেবল বিষ্ণুর নামোচ্চারণ * করিতে হয় । ব্ৰাহ্মণের প্রাণ রক্ষঃও ভাৰ্য্যার ক্রোধ শান্তি করণর্থে মিথ্যা কথা কহনে পাপ হয় না। মনুতে লেখে, যথা ; স্ত্রীযু নৰ্ম্ম বিবাহেষু বৃত্তার্থে প্রাণশঙ্কটে। গবার্থে ব্ৰাহ্মণার্থে চনামৃত-স্যাং জুগুপসিত৭ ॥

  • বেদে লিখে, বিষ্ণর অনুগ্রহ ব্যতীত পরিত্রাণ লব্ধ হইতে পারে না ; যথা ঘুেক্ষিপ্ত বিষ্ণু প্রসাদামীরণ ন লভ্যতে; অর্থাৎ “ বিষ্ণুর কৃপা বিনা মুক্তি হয় না।” তথাচ বিষ্ণু আপনি তাহ পান নাই ; যদি পাইঙেন, তবে স্বীয় ভাৰ্য্যা লক্ষী সহ ক্ষীর সমুদ্রে কেন শয়ন করিয়ারছিলেন ? - :