পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] সহমরণের বিষয় । S ( জানে; ফলতঃ এমত কোন কিছু নাই যাহা গায়ত্রীদ্বারা সিদ্ধ হইতে পারে, না । ৫। মহাভারতে লিখে,কৃষ্ণও পাপে উদ্ধারকর্ভা,যথা; তব সন্দর্শনাদেব মুক্তোহ সৰ্ব্ব কৰুিসৈঃ। অর্থাৎ “ হে কৃষ্ণ, তোমার দর্শনমাত্রে আমি সৰ্ব্ব পাপহইতে মুক্ত হইলাম।” গীতার মধ্যে কৃষ্ণুের এই কথা লিখিত আছে,যথা: অহ^ তা° সৰ্ব্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি । অর্থাৎ “আমি তোমাকে সকল পুণপহইতে উদ্ধার করিব ।” ৬। ঋগ্বেদ, ব্ৰহ্মপুরাণ, মহাভারত এবং আর ২ শাস্ত্রে লিখিত আছে, সতী অর্থাৎ সহমরণ পাপ দূর করণের প্রধান উপায়। তাহাতে আরো লিখে, “যদ্রপ কোন ব্যালগ্রাহী সপকে গৰ্ত্তহক্টতে আকর্ষণ করে, তদ্রুপ ষে স্ত্রী স্বীয় স্বামির সহিত দগ্ধা হয়, সে তাহাকে নরকহইতে টানিয়া লয় ; এবণ যত দিন তাহাদের পূণ্যের হাস না হয়, তত দিন তাহার একত্র স্বৰ্গ সুখ সম্ভোগ করে। পুনশ্চ, “ যে স্ত্রী আপন স্বামির সহিত পুড়িয়া মরে, সে তাহার এব^ আপনার পূৰ্ব্ব পুরুষগণকে উদ্ধার করে ; তাহাতে তাহার স্বামী যদি আপন বন্ধু বা ব্ৰহ্মহত্যাকারী, কিম্বা কৃতযু হয়, তথাপি তাহার স্ত্রী সতী হওয়াতে তাহার সব পাপমাৰ্জ্জনা হইবে । অতএব সতী হওন অপেক্ষী স্ত্রীলোকের অার কোন উত্তম কমু নাই ।”