পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ] ঈশ্বরের নাম জপ করণের বিষয় । ఎ ఎ জীব হি^স ধৰ্ম্ম, ও মদ্য পান করা পুণ্য ; তাহারণ ইহা প্রকাশ করিলে ভুষ্ট হয়, গোপনে রাখিলে মুক্তি পায়।” শ্যামা রহস্যেও তদ্রুপ লিখিত আছে, যথা ; মদ্য^ মাসঞ্চ মৎস্যঞ্চ মুদ্র মৈথুনমেবচ। মকার পঞ্চকঞ্চৈব মহাপাতক নাশন- ॥ অর্থাৎ “ মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, এব৯ মৈথুন, এই পাচটি মকারদ্বারা মহাপাপ দূরীকৃত হয়।” ১০ । ঈশ্বরের নাম জপ করিলে পাপের প্রায়শ্চিত্ত হয়। বিষ্ণু পুরাণে লেখে, “বিষ্ণুকে স্মরণ করাতে, অর্থাৎ তাহার একটি বা সকল নমি জপ করাতে, মনুষ্য সৰ্ব্ব প্রকার পাপহইতে পরিষ্কৃত হয়।” বিষ্ণু ধৰ্ম্মতন্ত্রে লিখে, “ মনুষ্য সৰ্ব্বদা এবং সৰ্ব্বত্র চক্রপাণি (বিষ্ণুর) নাম পুনরুক্তি করুক, কারণ তদ্বারা অশুদ্ধ ব্যক্তিও শুদ্ধ হয়। হরি সর্ব পাপ দুর করেন, ছষ্ট লোকের প্রার্থনাত্বেও তাহ করেন , যদ্রপ কোন ব্যক্তি অনিচ্ছা পূৰ্ব্বক অগ্নিতে হাত দিলে সে তাহাকে অবশ্য দগ্ধ করবে।” এ কথা প্রামাণ্য করণার্থে ভাগবতপুরাণে পশ্চাল্লিখিত এই বিবরণ আছে। “অজামিল নামে এক জন মহাপাপী গো এবণ ব্রাহ্মণ বধ করিত, এব^ মদ্য পান করিয়া যাবজ্জীবন কুক্রিয়াতে আসক্ত ছিল । তাহার চারি পুত্রের মধ্যে এক জনের "k 2