পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> o. o হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের নাম নারায়ণ। অজামিল মুমূর্যুকালে অত্যন্ত তৃষ্ণাতুর .হইয়া স্বীয় পুত্রকে ডাকিল, “ ওহে নারায়ণ ! ও নারায়ণ আমাকে কিঞ্চিৎ জল দেও।” ইহা কহিয়৷ সে প্রাণ ত্যাগ করিল। তাহাতে যমদূতগণ দণ্ডের স্থানে তাহাকে লইয়া যাইতে উদ্যত হইলে, বিষ্ণুর দূতগণও তাহাকে উদ্ধার করিতে আইল । তখন তাহাদের পরল্পর ঘোরত্বর সপ্তগ্রাম হওয়াতে বিষ্ণুর দূতগণ জয়ী হইয়া অজামিলকে বৈকুণ্ঠে লুইয়া গেল । ইহাতে যমের অনুচরগণ রাণান্বিত হইয়া আপনাদের কৰ্ত্তার কাছে ফিরিয়া গিয়া আপন , যষ্টি ও বস্ত্রাদি র্তাহার চরণে ফেলিয়া দিয়া কহিল, আমরা আর তোমার অধীনে থাকিব না, যেহেতুক আমরা প্রত্যেক কৰ্ম্মে অপমান ভিন্ন আর কিছু প্রাপ্ত হই না । তখন যমরাজ তাবৎ ঘটনা জ্ঞাত হইয় আপন মুহুরী চিত্রগুপ্তকে হিসাবের - বহি দেখিতে অাজ করিলেন । সে তদৃষ্টে উত্তর করিল, অজামিল বড় অধাৰ্ম্মিক এবণ প্রসিদ্ধ পাপী ছিল, তাহার পাপ গণনা করা যাইতে পারে না - এতচছুরণে যম স্তুরায় বৈকুণ্ঠে গিয়া বিষ্ণুর নিকটে এ বিষয়ের কারণ জানিতে চাহিলেন । বিষ্ণু তাহাকে কহিলেন, ঐ মনুষ্য অত্যন্ত দুষ্ট ছিল বটে, কিন্তু মৃত্যুকালে নারায়ণ নামোচ্চারণ করাতে সে এস্থলে অানীত হইয়াছে।” বাল্মীকি রামায়ণে এৰূপ লেখা আছে, যথা, “তুল রাশি যেমন অগ্নিতে ভস্ম হয়। একবার রাম নামে সৰ্ব্ব পাপ ক্ষয় ॥”