পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] মাংস ভক্ষণের বিধি । У a o ইহার প্রমাণ আদ্যকাণ্ডে লেখে; " বাল্মীকি পূৰ্ব্বে এক জন প্রসিদ্ধ ডাকাইত ছিল ; সে এত ব্ৰাহ্মণকে বধ করিয়াছিল যে এক কোথিল অর্থাৎ গোলাঘর কেবল তাহাদের পৈতাতে পূর্ণ হইল। বাল্মীকি রাম নাম জপ করিয়ু পাপে মুক্ত হইয়া ব্রহ্মের সদৃশ হইলু।” অন্য স্থলে এই শ্লোক আছে। ক্ষণ° ব্ৰহ্মাহমৰ্ম্মতি যঃ কুৰ্য্যাদাত্মচিন্তনN | তৎসৰ্ব্বণ পাতরুণ হন্তি তমঃ সূর্য্যোদয়ে যথা ॥ অর্থাৎ, “ যে ব্যক্তি স্বীয় আন্তঃকরণের মধ্যে আপনাকে ক্ষণমাত্র ব্ৰহ্ম জ্ঞান করে, তাহার সৰ্ব্ব পাপ নষ্ট হয় । যাদৃশ অরুণোদয়ে অন্ধকার বিনাশ পায়।” হিন্দুধৰ্ম্মানুসারে পাপ দূর করণার্থে এই প্রকার অনেক ২ উপায় আছে। এ সকল খণ্ডাইবার নিমিত্তে কোন বিতণ্ড করা অনাবশ্যক, কারণ তাহার মিথ্যাতৃ আপনি প্রকাশ পাইতেছে; অতএব জ্ঞানির।” এতদ্বিষয়ে বিবেচনা করুন। ৩ অধ্যায় । মদ্য ও মাংস ভক্ষণের বিষয় । অনেক ২ পুরাণে মদ্য ও মাংস খাইতে নিষেধ আছে ; আরও তাহাতে লেখে, কলিযুগে যে কেহ মদ্য পান করিবে ও মাংস খাইবে, সে নিশ্চয় ম্লেচ্ছ হইবে । পরন্তু ভাগবতদ্বারা জানা যাইতেছে যে

  • K 3