পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S. o So হিন্দুধর্মের পরীক্ষা। [৩ খণ্ডের কেহ যদি কছে, যে মাংস খাওয়া অণর মদ্য পান করা কলিযুগে নিষিদ্ধ আছে ; তবে তাহার উত্তর করি, এই কথার প্রমাণ চারি বেদ ও ষড় দর্শনহইতে সংগ্ৰহ করিতে হইবে। আর যদি কহে যে পুরাণেতে প্রমাণ আছে; তবে জিজ্ঞাসা করি, কি পুরাণ সকল ঢারি বেদ এবং ছয় শাস্ত্রকে খগুন করিতে পারে? আর যদিও পুরাণে থাকে, তবে বিবেচনা করিতে হইবে, যে বেদ শাস্ত্র আর পুরাণে পরস্পর কেমন বিরুদ্ধত আছে। বেদ ও শাস্ত্ৰেতে মাংস খাইবার বিধি আছে, আর পুরাণে তাহা নিষেধ আছে; ভাল, তাহীদের কোন কথা মান্য ? আর যাঙ্গরা বলে যে কলিযুগে ঐ বিধি •বৰ্জ্জিত আছে, তাহাদিগকে এ কথা সুধাইতেছি, কৃষ্ণ আর তাহার সঙ্গিগণ কলিযুগে কেন মদ্য মাংস, প্রভৃতি খাইতেন ? যদি কেহ কহে, যে এ ক্ৰ তাহদের জাতি ও ধৰ্ম্মের যোগ্য ছিল ; তবে তাহা মানিতেছি, আর ইহার পরে বর্ণের কথাকেও খণ্ডন করিয়া সপ্রমাণ করিব, যে সকল মনুষ্য এক জাতি মাত্র।