পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] শাস্ত্ৰকৰ্ত্তাদের পর সপর বিরোধ। % o 4 ৪ অধ্যায় । মত বিষয়ক হিন্দু শাস্ত্রের তানৈক্য । উক্ত সকল কথা ছাড়া ধৰ্ম্ম বিষয়ে এবং মারও অনেক বিষয়ে হিন্দু শাস্ত্রের মধ্যে বড় বিরুদ্ধতা আছে। ঋষি ও মুনিগণের মধ্যেও বিস্তর অনৈক্য হয়। যথা; ঋগ্বেদে লেখা আছে, কেহ ২ ইহা কহে, “ ও ভূভূবঃ স্বঃ ” এই বাহুতি পাঠ ব্যতিরেকে যজ্ঞ হোমাদি সিদ্ধ হয় ; কিন্তু অন্যেরা বিশেষতঃ জবলের পুত্র সত্যকাম তাহ অস্বীকার করিয়া বলে সম্পূর্ণ গায়ত্রী পাঠ করা অবশ্যক। ষড় দর্শনেতে ঋষি মুনিগণের মধ্যে বড় বাদা-. মুবাদ আছে, আর ঐ সকল দর্শনে বেদহইতেও অনেক বিপরীত কথা লিথিয়াছে। (ইহার বিশেষ পূৰ্ব্বে ৬৪ পৃষ্ঠে দেখ ।) ،مناب পুরাণ সকলও বিরুদ্ধ কথায় আর গপেতে পারপূর্ণ আছে; যথা, বিষ্ণুপুরাণ এবং আর ২ পুরাণে লেখা আছে, যে, কপিল মুনি সগর রাজার ষাইট হাজার পুত্রকে নষ্ট করিয়াছিলেন, পরন্তু ভাগবতে লেখে যে এই কথা মিথ্যা। যথা,