১ অধ্যায় 17 হিন্দুগণ আশু প্রত্যয়ী । Y } @ করিয়া সৰ্ব্ব প্রকার আশ্চর্য্য কথাতে বিশ্বাস করে ; যথা, তুলসীদাসের কল্পিত গল্প সকল আশ্চৰ্য্য ক্রিয়া ৰলিয়া তাহাতে আস্থা করে । পুনশ্চ মন্ত্র পাঠদ্বারা প্রতিমার প্রাণপ্রতিষ্ঠা করিলে পর তাহারা তাহাকে ঈশ্বর বোধ করিয়া পূজা করে; পরে তাহার সম্মুখে বসিয়া এমত জ্ঞান করে: যে ইহঁার হস্ত পদাদি লড়িতেছে ; এবং ইহঁর মুখে সন্তোষের চিকু দেখা যাইতেছে। তাহারা আরো বলে, কাশী স্বর্ণেতে নিৰ্ম্মিত, এবং তাহার কঙ্কর সকল শঙ্কর সমান হয়। তাছা কেবল নয়, বরঞ্চ তাহারা আরও বলে, মধুষ্যেরা যে কোন বস্তুতে দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা রাখে, তাই কাষ্ঠ হউক বা প্রস্তর হউক, কিম্বা কোন জন্তুর ছবি বা আর কিছু হউক, সেই বস্তু তাহাদের ঈশ্বর হইয় তাহাদিগকে যাচনীয় দ্রব্য প্রদান করিৰে । ইদানীন্তন তাবৎ হিন্দুগণের নিকটে অন্যান্য । সমস্ত শাস্ত্রহইতে প্রসিদ্ধ যে বাল্মীকি রামায়ণ, তাহাতে এই গল্প আছে। “ঞ্জরাম বলেন, ভাই স্তন জৰান্তর। " ইয়ল বাতাপি ছিল দুই সহোদর। মায়াবি রাক্ষস তার নানা মায় ধরে । т. З
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।