১ অধ্যায়।] শাস্ত্রে লিখিত আশ্চর্ম কৰ্ম । Y 2 & রাণ সকলের সভ্যতা প্রামাণ্য করণর্থে যে ঐ সকল আশ্চৰ্য্য কৰ্ম্ম করা গিয়াছে, এমন কথা কোন স্থলে লিখিত নাই। বরঞ্চ ঐ সকল পুস্তকানুসারে আশ্চর্য্য ক্রিয় ঐশ্বরিক শাস্ত্রের চিহ্ল হইতে পারে না; কারণ তাহাতে লিখিত আছে, যে রাবণ, শুম্ভ, নিশুম্ভ ও অন্যান্য রাক্ষসাদি, দুরাত্মীগণ অনেক কঠিন তপস্যাদি কুরণানন্তর আশ্চর্য্য ক্রিয়া দেখাইয়াছিল ; যথা, তাহারা তেত্রিশ কোটি দেবতাকে কারাগারে বদ্ধ করিয়া রাখিল ; এবং ব্ৰহ্মা, বিষ্ণু, মহেশকে সিংহাসনে বসিতেও কম্পমান করাইল ; পরে সমুদায় জগৎকে উলটাইয়া ফেলিয়া পবনকে বহিতে এবং সমুদ্রের ঢেউ উঠিতে নিবারণ করিল। এ বিষয়ে কেহ যদি আপত্তি করিয়া বলে, শিবের বরদ্বারা তাহারা ঐ সকল আশ্চর্য্য কৰ্ম্ম করিয়াছে : তবে আমাদের বিবেচ্য এই র্যাহার মধ্যে ঈশ্বরের একটিও গুণ পাওয়া যায় না, তিনি যে অন্যকে এমন ক্ষমতা দিবেন, ইহা কি সম্ভব হইতে পারে? যেহেতুক সেই ক্ষমতা তাহার নিজের ছিল না, ইহা পূৰ্ব্বে প্রমাণীকৃতৃ হইয়াছে; ১খণ্ডের ৬ অধ্যায় দেখ। এই সমস্ত বিষয় বিবেচনা করিলে স্পষ্ট বোধ হয়, যে সকল আশ্চৰ্য্য ক্রিয়ার কথা হিন্দুদের
পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।