পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 3. o - হিন্দুধর্মের পরীক্ষা। [৫ খণ্ডের একটিও চিকু হিন্দু শাস্ত্রে পাওয়া যায় না ; ইহাতে নিশ্চয় জানা গেল যে তাহা ঈশ্বরকৃত নয়, বরঞ্চ মনুষ্য কম্পিত গপ মাত্র। পঞ্চম খণ্ড । হিন্দুধৰ্ম্ম সম্বন্ধীয় অন্যান্য বিষয়ের বিচার। সত্য ধৰ্ম্মের লক্ষণানুসারে ছিন্থ ধৰ্ম্ম পরীক্ষিত হইল। এ বিষয়ে আমরা অনেক তর্ক বিতর্ক করত প্রমাণানুসন্ধান করিয়াছি। বোধ হয়, উপরোক্ত কথা পাঠ করিয়া তাবৎ সদ্বিবেচক লোকের নিশ্চয় জানিতে পারিবেন যে তাহা ঈশ্বরইইতে নয় ; সে যাহা হউক, আরো অনেকানেক বিষয় এখনও বিবেচনায় আছে, তাহা যদি হিন্দুরা ভাল ৰূপে বিচার করে, তবে নিঃসন্দেহে জানিতে পারিবে যে এই ধৰ্ম্ম সত্য নয়। তাহার কয়েকটি প্রমাণ ক্রমশঃ পঞ্চাৎ লিখিতেছি। - -*